বান্দরবান সেনা রিজিয়ন আয়োজিত রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা শুক্রবার ১৯ সেপ্টেম্বর থেকে বান্দরবান স্টেডিয়ামে শুরু হয়েছে।
বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
বান্দরবান সদর জোনের কমান্ডিং অফিসার লে. কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান, টুর্নামেন্ট কমিটির সভাপতি মেজর ইয়াসিন এম এম ইয়াসিন আজিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু তালেব এবং বান্দরবান ফুটবল এসোসিয়েশনের সভাপতি জাবেদ রেজা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের প্রথম দিন দু’টি খেলা অনুষ্ঠিত হয়। সকালের খেলায় লামা উপজেরা দল ৩-০ গোলে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজকে হারায়। বিকেলে অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় রোয়াংছড়ি এবং রুমা দল অংশ নেয়। গোলশুন্য ড্রয়ের মধ্য দিয়ে অমীমাংসিত খেলাটি শেষ হয়। এর আগে উপজেলা পর্যায়ে বিভিন্ন ইউনিয়নের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন টিমগুলো জেলা পর্যায়ের খেলায় অংশ নিচ্ছে।
