বান্দরবানবৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পৃথক হলো দেওয়ানি ও ফৌজদারী আদালত

প্রতিবেদক
বার্তা বিভাগ
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের দেওয়ানি ও ফৌজদারি আদালতকে সম্পূর্ণরূপে আলাদা করা হয়েছে।

বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এতে করে দ্রুত মামলা পরিচালনা করা যাবে এবং দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তি অনেকাংশে বৃদ্ধি পাবে।

বর্তমানে দেশের অধস্তন আদালতগুলোতে বিচারাধীন দেওয়ানি মামলার চেয়ে ফৌজদারি মামলার সংখ্যা বেশি। যা প্রায় ২৩ লাখ। অন্যদিকে দেওয়ানি মামলার সংখ্যা প্রায় ১৬ লাখ। এতে করে ফৌজদারি বিচারককে দ্বৈত মামলা পরিচালনা করতে হয়। যার কারণে মামলা নিষ্পত্তির গতি হ্রাস পায় এবং মামলাজট বৃদ্ধি পায়।

প্রজ্ঞাপনে বলা হয়, পৃথক ২০৩টি অতিরিক্ত দায়রা আদালত এবং ৩৬৭টি যুগ্ম দায়রা আদালত তৈরি করা হয়েছে। এই আদালতগুলোতে বিচারক কেবল ফৌজদারি মামলার বিচার করবেন। ফলে বিচারকদের দ্বৈত দায়িত্বের অবসান ঘটাবে এবং বিচারিক কার্যক্রমে প্রত্যাশিত গতি তৈরি হবে।

এতে করে জেলা পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি আদালত পৃথক হয়ে যাওয়ায় মামলার নিষ্পত্তির পরিমাণ ও গতি আগের চেয়ে বৃদ্ধি পাবে। মামলাজট হ্রাস পাবে।

জেলা আদালতগুলোতে যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজ-এই তিন পর্যায়ের বিচারকগণকে দেওয়ানি ও ফৌজদারি (দায়রা) মামলার বিচার করতে হয়।

 

সুত্র: যায়যায়দিন