এশিয়া কাপ টি টুয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় শ্রীলংকাকে হারিয়ে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ।
শনিবার ২০ সেপ্টেম্বর রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ দল ৪ উইকেটে শ্রীলংকাকে হারাতে সক্ষম হয়।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানসহ মোট ৮টি দেশ এশিয়া কাপে খেলছে। এর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা সুপার ফোরে উঠে যায়। সুপার ফোরের প্রথম খেলায় বাংলাদেশ শ্রীলংকার সাথে মোকাবেলা করে ফাইনাল রাউন্ডে খেলার আশা জাগিয়ে রাখতে সক্ষম হয়েছে। তবে বাংলাদেশকে আরো মোকাবেলা করতে হবে ভারত ও পাকিস্তানের সাথে। এর মধ্য দিয়েই নিশ্চিত হবে কোন দু’টি দেশ ফাইনাল খেলবে।
