বান্দরবানবৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাহাড় কাটা রোধে কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময়

প্রতিবেদক
বার্তা বিভাগ
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে পাহাড় কাটার বিপর্যয় রোধে জরুরি কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা বুধবার ২৪ সেপ্টেম্বর সকালে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) চট্টগ্রাম কার্যালয়ে আয়োজিত এই মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. ইকবাল সরোয়ার।

এতে স্বাগত বক্তব্য দেন বেলা’র চট্টগ্রাম কার্যালয়ের বিভাগীয় সমন্বয়ক মনিরা পারভিন।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বাপা’র সাধারণ সম্পাদক স ম বখতিয়ার, সিনিয়র সাংবাদিক আলিউর রহমান, প্রথম আলো’র সিনিয়র সাংবাদিক প্রণব বল, দ্য বিজনেস স্টান্ডার্ড’র মিজানুর রহমান ইউসুফ, জেসমিন সুলতানা পারু, ইলমার প্রধান নির্বাহী আতাউল হাকিম, বেলা নেটওয়ার্ক সদস্য শ্যামল রুদ্র (খাগড়াছড়ি), পুস্পেন চৌধুরী (লোহাগড়া) ও জাকির হোসেন (বাঁশখালী)।

 

 

ছবি ও রিপোর্ট: শ্যামল রুদ্র