বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র রুমা ব্যাটালিয়নের পক্ষ থেকে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৭৬ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, খাতা-কলম-পেন্সিল, ইরেজার, জ্যামিতি বক্স, টিফিন বক্সসহ বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার ২৪ সেপ্টেম্বর সকালে ৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এ বি এম শাহ্ রেজা শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন।
ব্যাটালিয়ন সদস্যবৃন্দ, স্কুলের শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাটালিয়ন কমান্ডার রুমা শ্রী শ্রী হরিমন্দির পরিদর্শন করেছেন।
এ সময় তিনি মন্দির কমিটি এবং উপাসকদের সাথে কথা বলেন।
পরে তিনি বিজিবি’র উপহার হিসেবে মন্দির কমিটির সভাপতির হাতে ১০ হাজার টাকা তুলে দেন।
