পাকিস্তানের অল্প ক’টি রানের দেয়াল টপকাতে পারেনি টিম টাইগার্স।
বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর রাতে দুবাই স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার ফোরের খেলায় পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে পড়লো বাংলাদেশ।
টসে জিতে পাকিস্তানকে ব্যাটিং ছেড়ে দিয়ে দোর্দন্ড প্রতাপে মাঠে নামে তারুণ্যে ভরা বাংলাদেশ দল এবং চমৎকার বোলিং ফিল্ডিং দিয়ে ১৩৫ রানে আটকে দেয় পাকিস্তানকে।
এই অর্জনে এবারের এশিয়া কাপে ফাইনাল খেলার স্বপ্ন জেগে উঠে। কিন্তু ব্যাটিংয়ে নেমে সেই স্বপ্নকে মাটিতে মিশিয়ে দেয় টাইগাররা। মাত্র ১২৪ রানে ৯ উইকেট হারিয়ে মাঠ ছাড়ে টাইগারস।
