বান্দরবানশনিবার, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়ি থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ-মিয়ানমার সংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সোনাইছড়ি এলাকা থেকে ১ লাখ পিস ইয়াবাসহ দু’ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক জানিয়েছেন, শনিবার ২৭ সেপ্টেম্বর ভোরে গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে দু’ব্যক্তির কাছে এসব ইয়াবা পাওয়া যায়। এ সময় ব্যাপক তল্লাশী করে তাদের কাছ থেকে নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।

তবে এখন পর্যন্ত গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

ওসি জানান, ওই এলাকায় এখনো অভিযান চলছে। অভিযানকারীরা ফিরে এলে বিস্তারিত জানানো হবে।