বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগীতায় আলীকদম উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার ২৭ সেপ্টেম্বর বিকেলে বান্দরবান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলা দল অংশ নেয়।
খেলায় নাইক্ষ্যংছড়ি উপজেলা ফুটবল দলকে ২-০ গোলে হারিয়ে জয়লাভ করে আলীকদম উপজেলা ফুটবল দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, সদর জোন কমান্ডার লে. কর্নেল এস এম মাহমুদুল হাসান, নবাগত জোন কমান্ডার লে. কর্নেল হুমায়ন রশিদ, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল আলম এবং বান্দরবান জেলা সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজাহারুল ইসলাম বাবুল উপস্থিত ছিলেন।
