টানা দু’বছর বন্ধ থাকার পর আগামী ১ অক্টোবর থেকে খুলে দেয়া হচ্ছে দেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ায় অবস্থিত ক্যওক্রাডং পর্যটন স্পট।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শনিবার ২৭ নভেম্বর বান্দরবান জেলা প্রশাসন নীতিগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।
বান্দরবান জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পর্যটকদের জন্য ক্যওক্রাডং খুলে দেয়ার বিষয়টি নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো প্রজ্ঞাপন জারী করা হয়নি।
কয়েক বছর আগেও জীবনের ঝুঁকি নিয়ে ট্র্যাকারগণ ক্যওক্রাডং ও তাজিন ডং চূড়ায় যাতায়াত করতেন।
সেনা প্রকৌশল বিভাগ ইসিবি’র মাধ্যমে সরকার রুমার বগালেক থেকে ক্যওক্রাডং পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজ সম্পন্ন করে। কিন্তু ২০২৩ সালের অক্টোবর মাস থেকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ এর সামরিক তৎপরতার মুখে জননিরাপত্তার স্বার্থে বান্দরবান পার্বত্য জেলার বিকাশমান পর্যটন এলাকা রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন।
পরিস্থিতি কিছুটা অনুকূলে আসার পর একে একে দুর্গম এলাকাসমূহে অবস্থিত প্রাকৃতিক পর্যটন স্পটগুলো খুলে দেয়া হচ্ছে।
ইতোমধ্যে রুমার বগালেক, থানচির তমাতুঙ্গি ও তিন্দু এবং রোয়াংছড়ির দেবতাকুম খুলে দেয়া হয়। সবশেষে ১ অক্টোবর থেকে খুলে যাচ্ছে ক্যওক্রাডং পর্যটন কেন্দ্র।
