আগামী ১ অক্টোবর থেকে পর্যটকদের জন্য কেওক্রাডং পর্যটন কেন্দ্র খুলে দেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বান্দরবানের জেলা প্রশাসন।
প্রশাসনের পক্ষ থেকে তারিখ পিছিয়ে দেয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোন কারণ জানানো হয়নি।
তবে ধারণা করা হচ্ছে, খাগড়াছড়ির ঘটনাকে কেন্দ্র করে বিরাজমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে বান্দরবান জেলা প্রশাসনের একজন কর্মকর্তা বলেছেন, পাঁকা রাস্তা নির্মাণ করা হলেও কেওক্রাডং চূড়া একটি দুর্গম এলাকা। এখানে এখনো তেমন আবাসন ব্যবস্থা গড়ে উঠেনি। এ দিকটি বিবেচনায় নিয়ে সকল স্টেক হোল্ডারের সাথে সেখানকার সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার জন্যই তারিখ পেছানোর কথা ভাবা হচ্ছে।
শনিবার ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ১ অক্টোবর থেকে কেওক্রাডং পর্যটন কেন্দ্র খুলে দেয়ার সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক শামীম আরা রিনি।
