বান্দরবানশনিবার, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে অবরোধের প্রভাব নেই

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে মারমা স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে সোমবার ২৯ সেপ্টেম্বর ৩ পার্বত্য জেলায় ডাকা অনির্দিষ্টকালের জন্য ডাকা অবরোধ কর্মসূচির প্রভাব পড়েনি বান্দরবানে।

সকাল থেকে শহরের প্রধান বাস টার্মিনালসহ সব স্টেশন থেকেই সব ক’টি রুটে বাস, মিনিবাস, জীপ ছেড়ে গেছে।

কোথাও কোন পিকেটারকে তৎপরতা চালাতে দেখা যায়নি।

বান্দরবান জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বলেছেন, কোথাও কোন পিকেটিং বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তিনি জানান, পর্যটক ও জনসাধারণের নিরাপত্তায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।

বান্দরবান থেকে চট্টগ্রাম ও কক্সবাজারগামী বাস সার্ভিস পূর্বাণী পরিবহনের ম্যানেজার প্রদীপ দাশ জানিয়েছেন, তাদের সব বাস সময় মত ছেড়ে গেছে।

রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় খবর নিয়ে জানা গেছে, সেখানেও জীবন যাত্রা স্বাভাবিক রয়েছে।