বান্দরবানশনিবার, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লামায় নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
অক্টোবর ৩, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ থাকা পর্যটকের মরদেহ ঘটনার প্রায় ২৩ ঘন্টা পর উদ্ধার হয়েছে।

লামা পর্যটন হোটেল মোটেল রিসোর্ট মালিক সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদেকুল মাওলা ধ্রুব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার দুপুর পৌনে ১২টায় ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থল থেকেই নিখোঁজ পর্যটক মো. সোহানের মরদেহ উদ্ধার করে।

বৃহস্পতিবার লামায় বেড়াতে আসেন সোহান ও শাকিল নামে দু’বন্ধু। তারা স্থানীয় হোয়াইট পিক স্টেশন রিসোর্টে একটি কক্ষ ভাড়া নেন। দুপুর দেড়টায় রিসোর্টের পাশ দিয়ে বয়ে যাওয়া মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে সোহান পানিতে ডুবে যায়। লামা ফায়ার সার্ভিস দিনভর চেষ্টা করেও সোহানের কোন সন্ধান পায়নি। পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে
শুক্রবার সকাল থেকে নদীতে অনুসন্ধান শুরু করে।

মো. সোহানের বাড়ি ঢাকার মিরপুর ইউসিবি চত্ত্বরে।