বান্দরবানশনিবার, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টানা সাড়ে ৭ ঘন্টা অন্ধকারে বান্দরবান

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
অক্টোবর ১১, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

শুক্রবার ১০ অক্টোবর বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত বান্দরবান জেলা সদরসহ ৪টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, ঝড়ো বৃষ্টি এবং প্রবল বজ্রপাতে ন্যাশনাল গ্রিড-এর ১৩২/৩৩ কেভি দোহাজারি গ্রিড লাইনের সাব-স্টেশন ক্ষতিগ্রস্ত হয়।

সূত্র জানায়, এতে দোহাজারি পয়েন্ট থেকে বান্দরবানে ৩৩ কেভি সাপ্লাই পয়েন্টে দু’টি কারেন্ট ট্রান্সফরমার (সিটি) পুড়ে গিয়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়ে।

বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুম আমীর জানান, ঘটনার পরপরই বান্দরবান থেকে তার নেতৃত্বে দু’টি কারিগরি টিম কাজ শুরু করে এবং ঝড়-বৃষ্টির মধ্যেই টানা ৭ ঘন্টা চেষ্টা চালিয়ে পুড়ে যাওয়া দু’টি ট্রান্সফরমার সরিয়ে পুনঃস্থাপন করতে সক্ষম হয়।

প্রকৌশলী মাসুম আমীর জানান, রাত সাড়ে ১২টার মধ্যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল করা হয়।

বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, বান্দরবানের ৭টি উপজেলার মধ্যে জেলা সদর, রুমা, থানচি এবং রোয়াংছড়ি উপজেলায় চট্টগ্রাম জেলার দোহাজারি সাব-স্টেশনের মাধ্যমে ন্যাশনাল গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। অন্য ৩টি উপজেলা- লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়িতে কক্সবাজারের চকরিয়া ও রামু থেকে পৃথক পৃথক গ্রিড লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ দেয়া হয়। এর ফলে দোহাজারিতে ট্রান্সফরমার পুড়ে গিয়ে ৪টি উপজেলায় বিদ্যুৎ বন্ধ থাকলেও লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ছিল।

এদিকে একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বিকল্প ব্যবস্থা হিসেবে ন্যাশনাল গ্রিডের কাপ্তাই পয়েন্ট থেকে আরেকটি সরবরাহ লাইন স্থাপনে দু’পর্যায়ে বিপুল অর্থ ব্যয় কিরা হলেও গত ২০ বছরে বিকল্প লাইন ব্যবহার উপযোগী করা যায়নি।