বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের মাঝিরকাটা এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জওয়ানরা মিয়ানমার থেকে আসা ১৫টি বার্মিজ গরু আটক করেছে।
গোয়েন্দা সূত্রে নিশ্চিত হয়ে শনিবার ১১ অক্টোবর ভোরে ১১ বিজিবি’র বিশেষ টহল টিম অবৈধ উপায়ে নিয়ে আসা এসব গরু আটক করে।
নাইক্ষ্যংছড়ি সীমান্তে দায়িত্বরত বিজিবি’র ১১ নং ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস কে এম কফিল উদ্দিন কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।
সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ব্যবহার করে গবাদি পশু ও মাদকসহ যেকোন ধরনের পণ্য পাচার বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগ করা হচ্ছে।
লে. কর্ণেল কফিল জানান, বিজিবির অবস্থান টের পেয়ে পাচারকারীর গরু ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি জানান, সংশ্লিষ্ট আইন অনুযায়ী জব্দকৃত ১৫টি বার্মিজ গরু কাস্টমিস কর্তৃপক্ষের মাধ্যমে নিলামে বিক্রি করার ব্যবস্থা নেয়া হচ্ছে।
