বান্দরবানবুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
অক্টোবর ১২, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুম পয়েন্টে স্থলমাইন বিস্ফোরণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) এক জওয়ানের ডান পা উড়ে গেছে।

রবিবার ১২ অক্টোবর ভোরে বিজিবির নিয়মিত টহলের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত বিজিবি নায়েক মোহাম্মদ আকতার কক্সবাজারে দায়িত্বরত বিজিবির ৩৪নং ব্যাটালিয়নে কর্মরত।

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, তম্ব্রু এলাকায় সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করে।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে অফিসিয়াল কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মাজাহারুল ইসলাম চৌধুরী জানান, ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বিজিবির একজন জওয়ানের আহত হবার কথা জেনেছি। ঘটনার পরপরই আহত জওয়ানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশের সীমান্ত সড়কের পাশে অস্থায়ী টহল চৌকি নির্মাণ কাজ তদারকি করতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণের শিকার হন নায়েক আকতার। তবে এই বিস্ফোরণের ঘটনা সীমান্তের জিরো লাইনে ঘটেছে কি না, এ বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।