বান্দরবান জেলায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ডাকা সোমবারের হরতাল প্রত্যাহার করে নেয়া হয়েছে।
সংগঠনের বান্দরবান জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ রবিবার ১২ অক্টোবর বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৮ দফা দাবি পূরণের লক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সোমবারের হরতাল প্রত্যাহার করা হয়েছে।
রবিবার এ বিষয়ে জেলা প্রশাসনের সাথে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব এতে সভাপতিত্ব করেন। সভায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবুর রহমান, জেলা কমিটির সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে শুধুমাত্র বান্দরবান জেলায় সকাল-সন্ধ্যা/দিনব্যাপী এই হরতাল ডাকা হয়।
তবে এই হরতাল আহবানকে কেন্দ্র করে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের মধ্যে দ্বিধা-বিভক্তি দেখা দেয়।
বান্দরবানের হরতালের বিষয়ে নাগরিক পরিষদ অবহিত নয় বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সভাপতি আলকাস আল মামুন ভূঁইয়া এবং মহাসচিব আলমগীর কবির।
