বান্দরবানবুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণের ৭ ঘন্টার মধ্যেই অভিযুক্ত গ্রেপ্তার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
অক্টোবর ১৩, ২০২৫ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১১ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের ৭ ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার ১২ অক্টোবর সকাল ১১টার দিকে কক্সবাজার জেলার রামু উপজেলাধীন ঈদগড় ইউপির ব্যাঙ ডেবা জঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে।

বান্দরবান জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম সোমবার ১৩ অক্টোবর দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, আসামী রাসেল বড়ুয়ার (২৫) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৯(১) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে ৭ বছর বয়সী ফুফাতো ভাই রিয়াদ উদ্দিনকে সাথে নিয়ে ১১ বছর বয়সী শিশুকন্যা বাড়ি যাবার উদ্দেশ্যে সেখানে দাড়ায়। ডাম্পার ট্রাক চালক রাসেল বড়ুয়া তাদেরকে দেখতে পেয়ে তার গাড়িতে উঠায়। এক পর্যায়ে ব্যাঙ ডেবা জঙ্গল এলাকায় পৌছলে ফুসলিয়ে ফুফাতো ভাই রিয়াদ উদ্দিনকে গাড়ির ভিতরে রেখে শিশুকন্যাকে জঙ্গলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। তার আর্তচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে এবং শিশু কন্যাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পরিবারকে খবর দেয়। চালক রাসেল বড়ুয়া জঙ্গলের ভেতর পালিয়ে যায়। শিশুকন্যাকে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা সেবা চলছে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানান, ঘটনার খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ একাধিক টিম নিয়ে অভিযানে নামে। এবং ঘটনার ৭ ঘন্টার মধ্যেই সেখান থেকেই রাসেল বড়ুয়াকে গ্রেপ্তার করে নাইক্ষ্যংছড়ি থানায় নিয়ে আসা হয়।