বান্দরবানবুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আলীকদম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে হতাহত ২

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
অক্টোবর ১৪, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

নাইক্ষ্যংছড়ির তম্ব্রু সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক বিজিবি জওয়ান আহত হবার ঘটনার ২ দিন পর আলীকদম সীমান্তে আবারো স্থল মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ৫৫ এলাকায় এই স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় ১ জন ম্রো নাগরিক নিহত ও অন্য আরেকজন ম্রো আহত হন। নিহত মেনথাং ম্রো (৪০) মায়ানমারের নতুন পাড়া এলাকার বাসিন্দা। আহত মেংসার ম্রো (৩০) বাংলাদেশের নাগরিক। তার বাড়ি আলীকদমের কুরুকপাতা ইউনিয়নের গর্জন পাড়ায়।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ৩০ নং ব্যাটালিয়ন সূত্রে স্থল মাইন বিস্ফোরণের কথা স্বীকার করা হয়েছে।

ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ১০টার দিকে আন্তর্জাতিক পিলার নং ৫৫ এর কাছাকাছি মায়ানমারের অভ্যন্তরে বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে।

আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্রাতপুং ম্রো জানান, হতাহত দু’জনই পরষ্পর আত্মীয়। সীমান্তলাগোয়া এলাকায় জুম ক্ষেত দেখতে গিয়ে তারা মাইন বিস্ফোরণের কবলে পড়েন।

তিনি জানান, আহত মেংসার ম্রো নিজ গ্রামে ফিরে এসেছে। তবে সীমান্তের ওপারে হওয়ায় নিহত মেনথাং ম্রোর মরদেহ সেখানেই পড়ে রয়েছে।

গত ১২ অক্টোবর সকালে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত সংলগ্ন নাইক্ষ্যংছড়ি উপজেলার তম্ব্রু সীমান্তের জিরো লাইনের কাছাকাছি এলাকায় স্থলমাইন বিস্ফোরণে ৩৪ বিজিবির নায়েক আকতার হোসেন আহত হন। রামু সিএমএইচ-এ চিকিৎসা দেয়ার পর ১৩ অক্টোবর তাকে ঢাকা সিএমএইচ- এ স্থানান্তর করা হয়। এক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশ-মায়ানমার সীমান্ত স্থল মাইন বিস্ফোরণে ৩জন আহত হন, ২০২৪ সালেও আহত হন ৩ জন। কিন্তু চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে হতাহত হয় ১০ জন। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আরো স্থল মাইন বিস্ফোরণের ঘটনায় বিজিবি সদস্যসহ ৪ জন আহত হন।