বান্দরবানবুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জুলাই জাতীয় সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করার দাবিতে বান্দরবানে মানববন্ধন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
অক্টোবর ১৫, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

জুলাই জাতীয় সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্তিসহ ৫ দফা দাবিতে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ ও ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ পৃথক পৃথকভাবে বান্দরবান জেলা সদরে মানববন্ধন করেছে।

বুধবার ১৫ অক্টোবর সকাল ১১টায় জামায়াতে ইসলামী, বান্দরবান জেলা শাখা স্থানীয় প্রেসক্লাব সংলগ্ন প্রধান সড়কে মানববন্ধন করে।

জেলা জামায়াতের আমীর আবদুচ ছালাম আজাদ এবং নায়েবে আমীর ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুহম্মদ আবুল কালাম এতে বক্তব্য দেন।

একই দিন দুপুর ১২টায় একই স্থানে একই দাবিতে মানববন্ধন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখা।

সংগঠনের জেলা শাখার সভাপতি ও হাত পাখা মার্কায় সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ এতে বক্তব্য দেন।