বান্দরবানবুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কোয়ান্টামই সেরা কলেজ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
অক্টোবর ১৬, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান জেলার দু’টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজকে পিছে ঠেলে পাশের হার এবং জিপিএ-৫ এর সংখ্যা বিচারে এবার জেলায় প্রথম হয়েছে কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ।

লামা উপজেলার সরই এলাকায় অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশের হারের রেকর্ডও গড়েছে।

সদ্য ঘোষিত ফলাফলের হিসেবে এবার কোয়ান্টাম কসমো থেকে মোট ৬২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ- পেয়েছে ৩১ জন।

অন্যদিকে আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষা দিয়েছে মোট ৬৭ জন। পাশ করেছে ৬৬জন। জিপিএ-৫ পেয়েছে ৯জন।

বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ২১০ শিক্ষার্থী। পাশ করেছে ২০৬ জন এবং জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। কিন্তু পাশের হারের দিক থেকে নব প্রতিষ্ঠিত আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের দিক থেকে পিছিয়ে পড়তে হয়েছে তাদেরকে।

সরকারি কলেজগুলোর মধ্যে লামা মাতামুহুরী সরকারি কলেজ ৬ষ্ঠ স্থান ধরে রাখতে পারলেও ৫০ বছরের প্রাচীন প্রতিষ্ঠান বান্দরবান সরকারি কলেজ জেলায় নবম স্থানে, সরকারি মহিলা কলেজ ১০ম, নাইক্ষ্যংছড়ি হাজী আবুল কালাম সরকারী কলেজ ১১তম এবং রুমা সাঙ্গু সরকারি কলেজ পেয়েছে ১৪তম স্থান।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৫২ দশমিক ৫৭%। বান্দরবান সরকারি কলেজ, বান্দরবান সরকারি মহিলা কলেজ এবং লামা সরকারি মাতামুহুরী কলেজ এই গড়ের অনেক নিচে রয়েছে। অন্যদিকে রুমা সরকারি সাঙ্গু কলেজের পাশের হার মাত্র ৬ দশমিক ৪০%। এই কলেজ থেকে এবার মোট পরীক্ষা দিয়েছে ১২৫ জন। পাশ করেছে ৮ শিক্ষার্থী।