চাঁদাবাজির অভিযোগে বান্দরবানের থানচি থেকে মাংলে ম্রো (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জওয়ানরা তাকে আটক করে। বর্তমানে তাকে সেনাবাহিনীর বাকতলাই ক্যাম্পে রাখা হয়েছে।
সেনাবাহিনীর স্থানীয় সুত্র জানায়, বৃহস্পতিবার তাকে থানচি উপজেলা সদরের তমাতঙ্গি পর্যটন কেন্দ্রের ভিউ পয়েন্ট থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি খেলনা পিস্তল জব্দ করা হয়।
আটককৃত মাংলে ম্রো থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের দিংতে পাড়ার বাসিন্দা।
সুত্র জানায়, এ বছরের ৩০ এপ্রিল আলীকদম থানার একটি অস্ত্র মামলায় মাংলে ম্রোকে গ্রেপ্তার করা হয়। এক মাস কারাভোগের পর সে জামিনে বের হয়ে আসে।
অভিযোগ রয়েছে, জামিনে বেরিয়ে এসে মাংলে ম্রো আবার জনসংহতি সমিতির (পিসিজেএসএস-সন্তু গ্রুপ) নামে হুমকি ও চাঁদাবাজির মাধ্যমে জনজীবনকে অস্থির করে তুলেছে।
সেনা সুত্রে জানানো হয়, জনগণের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে মাংলে ম্রোকে আটক করা হয়।
