বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকালে বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ৪৪/১ এর চিকন পাতাঝিরি পয়েন্ট এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস.এম কফিল উদ্দিন কায়েস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জারুলিয়াছড়ি বিওপি’র জওয়ানরা এ অভিযান চালায়। তবে বিজিবির অভিযান টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
তিনি জানান, ইয়াবাগুলো জব্দ করে জোন সদর দপ্তরে আনা হয়েছে। জব্দকৃত বার্মিজ ইয়াবার বাজারমূল্য ৩ কোটি টাকা।
অন্যদিকে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ১৭ লিটার বাংলা মদ ও একটি অটোরিকশাসহ ৩ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ১৬ অক্টোবর দুপুরে রেজুপাড়া বিওপি’র টহলদল আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ৪১/১ এর বাংলাদেশের অভ্যন্তরে একটি আমবাগানে অভিযান চালায়।
বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার ৩৪ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নূর মোহাম্মদ (১৮), নূরুল আবছার (১৮) এবং আক্তার ফারুক (১৮) নামে ৩ রোহিঙ্গাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৭ লিটার বাংলা মদ ও একটি অটোরিকশা জব্দ করা হয়। আটক ৩ জনই কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আটককৃতদেরকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
