‘বান্দরবান হিল রানার’ এর উদ্যোগে হিল হাফ ম্যারাথন সিজন টু এর প্রতিযোগিতা শনিবার ১৮ অক্টোবর বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে।
হিল হাফ ম্যারাথনে ৩টি পুরুষ গ্রুপে মো. জাকির হোসেন, মামুন আহমেদ ও জসীম উদ্দিন এবং ৩টি নারী গ্রুপে মাহাবুবা মারিয়া, তাবাছুম ও দিলারা আক্তার চ্যাম্পিয়ন হয়েছে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।
প্রতিযোগিতার মুখ্য আয়োজক শহিদুর রহমান সোহেল জানান, ভোর ৬টায় শহরের রাজার মাঠ থেকে প্রতিযোগিতা শুরু হয়। দেশের বিভিন্ন অঞ্চল এবং স্থানীয় দৌড়বিদ ৪৯০ জন এতে অংশ নেন।
তিনি জানান, প্রতিযোগীদের মধ্যে নারী অংশ গ্রহনকারীর সংখ্যা ৬৫।
৩টি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রুপগুলো হচ্ছে: ১০ কিলোমিটার, ২১.১ কিলোমিটার এবং ২১.১ কিলোমিটার বেটার রান।
প্রতিযোগিতার ফলাফল অনুযায়ী, এর মধ্যে পুরুষ গ্রুপে ১০ কিলোমিটার পথ ৪৪ মিনিট ২৭সেকেন্ডে অতিক্রম করে মো. জাকির হোসেন ও নারী গ্রুপে ১ ঘন্টা ১৪ মিনিট ১০ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন মাহাবুবা মারিয়া। ২১.১ কিলোমিটার পুরুষ গ্রুপে ১ ঘন্টা ১৮ মিনিট ৩৫ সেকেন্ড সময় নিয়ে মামুন আহমেদ ও নারী গ্রুপে ২ ঘন্টা ৩০ মিনিট ৭ সেকেন্ড সময় চ্যাম্পিয়ন হয়েছেন তাবাছুম। ২১.১ কিলোমিটার বেটার রানে ১ ঘন্টা ৩৩ মিনিট ৪ সেকেন্ড সময় নিয়ে পুরুষ গ্রুপে জসীম উদ্দিন ও নারী গ্রুপে ২ ঘন্টা ৪৮ মিনিট ২১ সেকেন্ড সময় নিয়ে দিলারা আক্তার চ্যাম্পিয়ন হয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও বান্দরবান পৌরসভা এই প্রতিযোগিতা আয়োজনে সার্বিক সহায়তা দিয়েছে, জানান শহিদুর রহমান সোহেল।
