বান্দরবানবুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কম্বল পাচারকালে ৩ চোরাকারবারি আটক

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
অক্টোবর ২৪, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জওয়ানরা এক বিশেষ অভিযান চালিয়ে ১২০ পিস কম্বলসহ ৩ চোরাকারবারীকে আটক করেছে।

বৃহস্পতিবার ২৩ অক্টোবর রাতে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের চাকঢালা চাকপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তারা একটি সিএন্ডজি ট্যাক্সিতে করে ১২০ পিস কম্বল নিয়ে আন্তর্জাতিক পিলার নং ৪৪ এর দিকে যাচ্ছিল।

চাকঢালা বিওপি’র বিজিবি জওয়ানরা সন্দেহবশত: ট্যাক্সিটিকে দাঁড় করায়।

বিজিবি সুত্র জানায়, সীমান্তের ওপারে পাচারের জন্যই কম্বলগুলো নিয়ে যাওয়া হচ্ছিল।

এ অবস্থায় কম্বলবাহী টেক্সি, কম্বল এবং ২টি মোবাইল ফোন সেটসহ ৩ পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে: মো. মুহিব উল্লাহ, মো. জিয়াউর ও মো. উসমান। তারা সবাই নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা।

বিজিবির ৩৪ নং ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম খায়রুল আলম বলেন, “সাম্প্রতিক সময়ে আমরা সীমান্তে চোরাচালানে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে জওয়ানদের সতর্ক অবস্থায় রেখেছি।”

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

 

 

কৃতজ্ঞতা: জাহাঙ্গির আলম কাজল