বান্দরবানবুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খ্রিষ্টান রাষ্ট্র বানানোর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
অক্টোবর ২৫, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

খ্রিষ্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র হচ্ছে- এমন অভিযোগে একটি আবাসিক হোটেল ঘেরাও করা এবং জোরপুর্বক খ্রিস্টান বানানোর অপবাদ দিয়ে বান্দরবানে মানববন্ধনের প্রতিবাদ করেছে খ্রিষ্ট ধর্মাবলম্বী বিভিন্ন জনগোষ্ঠী।

শনিবার ২৫ অক্টোবর সকালে বান্দরবান প্রেসক্লাব সংলগ্ন প্রধান সড়কে তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে যুবনেতা জন ত্রিপুরা, উন্নয়ন কর্মী লেলুং খেয়াং এবং দীনেন্দ্র ত্রিপুরা উপস্থিত ছিলেন।

এর আগে গত মঙ্গলবার ২১ অক্টোবর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নামের একটি সংগঠনের নেতা-কর্মীরা জেলা শহরের একটি অভিজাত আবাসিক হোটেল ঘেরাও করে। এ সময় তারা অভিযোগ করেন যে ওই হোটেলের কক্ষ ভাড়া নিয়ে কয়েকজন বিদেশি নাগরিক নতুন করে খ্রিষ্টান ধর্মে দিক্ষিত করা এবং খ্রিস্টান রাষ্ট্র বানানোর লক্ষ্যে স্থানীয় খ্রিষ্টান নেতাদের সাথে গোপণ সভা করছেন। পরে একই দাবিতে শহরের ট্রাফিক মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।

এদিকে শনিবারের সমাবেশে খ্রিষ্টান নেতৃবৃন্দ বলেন, মিশনারী এবং এনজিও সংস্থাগুলো স্থানীয় নাগরিকদের স্বাস্থ্য, শিক্ষা ও আর্থ-সামাজিক উনয়নের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু প্রশাসনের প্রশ্রয়ে বিভিন্ন মহল তাদের বিরুদ্ধে ধর্মান্তরীতকরণের অভিযোগ করে এমন ইতিবাচক উদ্যোগকে বাধাগ্রস্ত করছে। তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে নতুন করে খ্রিষ্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রের কথা বলে জাতিগত বিদ্বেষ ছড়ানো হচ্ছে।