বান্দরবান জেলার থানচি বলি বাজারে আবারো আগুন লেগেছে।
শনিবার ২৫ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে আগুনের সুত্রপাত হয় এবং মুহুর্তের মধ্যেই তা পুরো বাজারে ছড়িয়ে পড়ে।
আগুনের উৎপত্তিস্থল নিয়ে সুনিশ্চিত কোন তথ্য এখনো পাওয়া যায়নি। তবে স্থানীয় ব্যবসায়ীরা জানান, তাদের মধ্যে অনেকেই জনৈক সুনীল সওদাগরের খাবারের দোকানে প্রথম আগুন দেখেছেন।
এদিকে আগুন লাগার খবর শুনে বলিপাড়া বিজিবি ব্যাটালিয়ন থেকে বিজিবি সদস্যরা ছুটে এসে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সাথে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে থানচি উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস এসে এতে অংশ নেয়।
সবশেষ খবর অনুযায়ী এই অগ্নিতেকান্ডে কমপক্ষে ১২টি দোকানঘর সম্পুর্ন পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস বলেছে, আগুন সম্পুর্ন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সুত্রপাত, কারণ এবং ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ চলছে।
এর আগে ২০২৩ সালের ২৫ মার্চ অনুরূপ একটি অগ্নিকান্ডে বলিপাড়া বাজারের ৫৮টি দোকান ও বসতবাড়ি পুড়ে যায়।
