বান্দরবানবুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রেইচা চেকপোস্টে কাভার্ড ভ্যান বোঝাই ফার্নিচার আটক

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
অক্টোবর ২৯, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান থেকে অনুনমোদিতভাবে নিয়ে যাওয়ার সময় বিপুল পরিমাণ কাঠের ফার্নিচার আটক করা হয়েছে।

বুধবার ২৯ অক্টোবর শহরের রেইচা চেক পোস্টে একটি কাভার্ড ভ্যানে তল্লাশীকালে কাগজপত্রের সাথে অমিল থাকায় সেনা ও পুলিশ সদস্যরা সেগুলো জব্দ করে।

বাংলাদেশ সেনাবাহিনীর (২৮ ই বেংগল রেজিমেন্ট) বান্দরবান সদর জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় ব্যবসায়ী খোরশেদ আলম ‘নাজনীন আকতার’এর নামে ভুয়া অনুমোদনপত্র তৈরি করে এসব পণ্য পাচার করছিল।

জব্দকৃত ফার্নিচারের মধ্যে বক্স খাট ৪টি, ড্রেসিং টেবিল ৪টি, ওয়াল শোকেস ১টি, ১২টি চেয়ারসহ ১টি ডাইনিং টেবিল, ২টি আলনা, জলম কাঠ ২ সেট, ১২টি দরজার পাল্লার কাঠসহ অন্যান্য সামগ্রী রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত কাভার্ড ভ্যানসহ সামগ্রী স্থানীয় প্রশাসনের কাছে সোপর্দ করা হবে।