বাংলাদেশ-মায়ানমার সীমান্ত সংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকায় একটি রাবার বাগান থেকে শুক্রবার ৩১ অক্টোবর সন্ধ্যায় পুলিশ এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, আব্দুল শুক্কুর (৩৯) নামের ওই ব্যক্তি একজন রোহিঙ্গা নাগরিক। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের তালিকাভুক্ত আশ্রিত ব্যক্তি।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক জানান, শুক্রবার বিকালের পর স্থানীয় টিভি টাওয়ার সংলগ্ন রাবার বাগানের একটি গাছে রশিতে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য আব্দুল শুক্কুরের মরদেহ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ডিউটিরত পুলিশ সদস্যদের সাথে নিয়ে ঘটনাস্থলে যান এবং মরদেহ উদ্ধার করেন।
তিনি জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব নয়।
