বান্দরবানে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপিত হয়েছে।
রবিবার ২ নভেম্বর সকালে স্থানীয় কালেক্টরেট চত্ত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক শামীম আরা রিনি’র সভাপতিত্বে কালেক্টরেট সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি উপস্থিত ছিলেন।
ছবি: বশির আহমদ
