বান্দরবানশুক্রবার, ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবান আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাচিং প্রু জেরী

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ৩, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাতীয় সংসদে ৩০০ নং বান্দরবান আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেলেন সাচিং প্রু জেরী।

সোমবার ৩ নভেম্বর বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মনোনয়নের কথা জানানো হয়।

পুরো বান্দরবান জেলা নিয়ে গঠিত এই আসনে দলের কেন্দ্রীয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনে নির্বাচিত সাবেক মহিলা সাংসদ মিসেস মাম্যাচিং এবং জেলা বিএনপির সদস্য সচিব সাবেক মেয়র জাবেদ রেজা মনোনয়ন পাওয়ার লক্ষ্যে লবিং ও শোডাউন করে আসছিলেন।

সাচিং প্রু জেরী ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন। এর আগে তিনি বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান ও বান্দরবান স্থানীয় সরকার পরিষদ (পার্বত্য জেলা পরিষদ) এর প্রথম নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।