বান্দরবানের থানচি উপজেলার দুর্গম নাফাখুমে গোসল করতে নেমে ইকবাল হোসেন (২৫) নামে এক পর্যটক নিখোঁজ রয়েছে।
স্থানীয় সুত্রগুলো জানায়, শুক্রবার ১৪ নভেম্বর দুপুরের পর কোন এক সময়ে ঢাকার ডেমরা সারুলিয়া এলাকা থেকে ১০/১১ জনের একটি টিম আলীকদম-থানচি সড়ক পথে থানচি এসে নাফাখুমে চলে যায়। সেখানে গোসল করতে নেমে কুমের গভীর পানিতে তিনি তলিয়ে যান।
থানচি থানার ওসি নাসির উদ্দিন মজুমদার জানান, কোনরূপ রেজিস্ট্রেশন ও গাইড ছাড়াই তারা দুর্গম ওই পর্যটন স্পটে চলে যায়। এর ফলে নিখোঁজের তথ্য পেতে দেরি হয়েছে।
ওসি জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করে। পরে বিজিবি সদস্যদের সাথে তারা উদ্ধার অভিযানে অংশ নেয়। তবে শনিবার ১৫ নভেম্বর দুপুর পর্যন্ত নিখোঁজ থাকা ইকবাল হোসেনের কোন সন্ধান মিলেনি।
তিনি জানান, নিখোঁজ পর্যটক উদ্ধার না হওয়া পর্যন্ত এই যৌথ অভিযান চলবে।
