বান্দরবানের থানচি নাফাখুমে পানিতে তলিয়ে যাওয়া পর্যটক ইকবাল হোসাইন (২৫) এর মরদেহ ঘটনার ৪৮ ঘন্টা পর রবিবার ১৬ নভেম্বর বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকেই উদ্ধার করেছে।
থানচি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাশেদুল ইসলাম মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উদ্ধারের পর মরদেহটি থানচি উপজেলা সদরে নিয়ে আসা হচ্ছে। পৌছতে পৌছতে রাত ৯টা লেগে যেতে পারে।
শুক্রবার ১৪ নভেম্বর বিকেলে নাফাখুমে গোসল করতে নেমে পা পিছলিয়ে গভীর পানিতে ডুবে ইকবাল হোসাইন নামের এই পর্যটক। স্থানীয়রা অনেক চেষ্টা করেও শনিবার সন্ধ্যা পর্যন্ত ইকবাল হোসাইনের সন্ধান পায়নি। রবিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে টানা ৭ ঘন্টা চেষ্টার পর নিখোঁজ ইকবাল হোসাইনের মরদেহ উদ্ধার করে।
থানচি থানার ওসি নাসির উদ্দিন মজুমদার জানান, শুক্রবার ১২/১৪ জনের এই পর্যটক দল ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে আলীকদম হয়ে থানচির তিন্দু পয়েন্টে পৌছে। সেখান থেকে তারা নাফাখুমে চলে যায়।
ওসি জানান, নাফাখুমে পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ রয়েছে। এছাড়া এই পর্যটক দল একটি ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের তত্ত্বাবধানে গোপনে নাফাখুম চলে যায়। প্রচলিত বিধি অনুযায়ী তারা পর্যটন তথ্য কেন্দ্রে নিজেদের নিবন্ধিত করেনি। এবং স্থানীয় কোন ট্যুরিস্ট গাইডকেও সাথে নেয়নি।
