বান্দরবানবৃহস্পতিবার, ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবান সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী ২৬ ডিসেম্বর

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৭, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

আগামী ২৬ ডিসেম্বর বান্দরবান সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী।

১৯৭৫ সালে প্রতিষ্ঠার পর ইতোমধ্যে ৫০ বছর পার করেছে জেলার ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান।

বান্দরবান সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য ইতোমধ্যে আব্দুল্লাহ আল মামুন চৌধুরী আহবায়ক এবং মোহাম্মদ ওমর ফারুক রাশেদকে সদস্য সচিব করে উদযাপন পরিষদ গঠিত হয়েছে। উদযাপন পরিষদ সোমবার ১৭ নভেম্বর উৎসব উদযাপনের সার্বিক প্রস্তুতির বিষয় সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন উদযাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক রাশেদ। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক এবং বান্দরবান সরকারি কলেজের প্রভাষক মেহেদী হাসানসহ শিক্ষার্থী ও কমিটির সদস্যরা।