বান্দরবানবৃহস্পতিবার, ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লামায় ইটভাটা অভিযানে বিক্ষোভকারীদের হামলায় আটক ৫

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ২০, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে গিয়ে বৃহস্পতিবার ২০ নভেম্বর চতুর্থ দিনের মত বিক্ষোভকারীদের বাধার মুখে ফিরে এসেছে ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবারের ঘটনায় ৬টি গাড়ি ভাংচুর করেছে বিক্ষোভকারীরা। তাদের ইট-পাটকেল নিক্ষেপে আহত হয়েছে সাংবাদিক, পুলিশ, বিজিবিসহ ৮/৯জন। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ৫জনকে আটক করেছে।

লামা থানার ওসি তোফাজ্জল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় পরিবেশ অধিদপ্তর প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলাম এর নেতৃত্বে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ টিম ফাইতং পাগলীর আগা যাওয়ার পথে কক্সবাজারের চকরিয়া উপজেলাধীন মানিকপুর সড়কের পাহাড়তলী এলাকায় তারা বাধার সম্মুখিন হন। এ সময় ইটভাটা মালিকদের উস্কানীতে শত শত নারী-পুরুষ সড়কে বাধার সৃষ্টি করে। বিক্ষোভকারীরা ম্যাজিস্ট্রেটকে বহনকারী গাড়িসহ অন্য সব যানবাহনের উপর হামলা চালায়। পুলিশ লাঠি চার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিলেও তারা আবার সংগঠিত হয়ে বাধা সৃষ্টি করে। পুলিশ সেখান থেকে ৫ বিক্ষোভকারীকে আটক করে।

এমন অবস্থায় অভিযানকারী দল অবৈধ ইটভাটা বিরোধী বিশেষ অভিযান স্থগিত করে ফিরে আসে।

ওসি তোফাজ্জল হোসেন জানান, আটককৃতদের চকরিয়া থানার কাছে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবারের অভিযানে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলাম, আলীকদম সেনানিবাসের উপ অধিনায়ক মেজর হাফিজ, লামা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ, লামা থানার ওসি তোফাজ্জল হোসেন এবং পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট অফিসারগণ অংশ নেন।

এর আগে গত ১৬ নভেম্বর পরিচালিত অভিযানটিও বাধার মুখে পড়ে স্থগিত হয়ে যায়।

এ ঘটনায় এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী এরফানুল হকসহ ১১ জনের বিরুদ্ধে লামা থানায় মামলা হয়। বৃহস্পতিবার আটককৃতদের মধ্যে এজাহারভুক্ত আসামীরা রয়েছে কি না জানা যায়নি।

লামা উপজেলার ফাইতং এবং চকরিয়ার মাণিকপুর ও লামা ফাসিয়াখালি এলাকায় ৪০টির মত অনুমোদনহীন ইটভাটা রয়েছে। এসব ইটভাটাকে কেন্দ্র করে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। অবৈধ ইটভাটা বিরোধী অভিযানকে কেন্দ্র করে চকরিয়া উপজেলার মানিকপুর, ফাসিয়াখালি এবং ফাইতং এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

লামা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ বলেন, এই ঘটনার পুলিশ-বিজিবিসহ কমপক্ষে ৮জন আহত হয়েছে। হামলাকারীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি ও সরকারি অন্যান্য গাড়ি ভাংচুর করেছে।

তিনি বলেন, সংঘবদ্ধ হামলাকারীদের বিশৃঙ্খলার মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা অভিযান সাময়িক স্থগিত রেখেছি।