বান্দরবানবৃহস্পতিবার, ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের সেনা ও সীমান্তরক্ষী আটক

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ২৩, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত অতিক্রম করে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমার সেনাবাহিনীর ১ সদস্য ও ৪ সীমান্তরক্ষীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

রবিবার ২৩ নভেম্বর দুপুরে আন্তর্জাতিক পিলার নং ৪২ সংলগ্ন এলাকা দিয়ে তারা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মনজয় পাড়ায় ঢুকে পড়লে তাদের আটক করা হয়।

কক্সবাজারস্থ বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মহিউদ্দিন মিয়ানমার সরকারি বাহিনীর ৫ জনের আটকের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

বিজিবির তথ্য অনুযায়ী আটককৃতরা হচ্ছেন, মিয়ানমার সেনাবাহিনীর সদস্য মিন মিন ও (৪২) ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ-বিজিপির সদস্য ক্য জয় লিন (৩২), অং সান থ (৩২), শৈ থুরা (৩৮) এবং কক সিন (৩৫)।

এর আগেও ২০২৩ সালে সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী বাহিনী আরাকান আর্মির সাথে সেদেশের সামরিক জান্তা সরকারি বাহিনীগুলোর মধ্যে বিরাজমান যুদ্ধে টিকতে না পেরে সেদেশের সেনাবাহিনী, বিজিপি, গোয়েন্দা বাহিনী, কাস্টমস এন্ড ইমিগ্রেশনসহ সরকারি সংস্থা সমুহের বিপুল সংখ্যক সদস্য বাংলাদেশে ঢুকে প্রাণ বাঁচায়। পরে দু’দেশের মধ্যে বৈঠকের পর তাদের ফেরৎ পাঠানো হয়।