বান্দরবানরবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আবারো শাস্তিমুলক বদলি বান্দরবানে

প্রতিবেদক
বার্তা বিভাগ
ডিসেম্বর ১, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করাসহ বিভিন্ন অনিয়মের সাথে জড়িয়ে পড়া বরগুণা জেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জসিম উদ্দিনকে শাস্তিমুলকভাবে পার্বত্য জেলা বান্দরবানে বদলি করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর গত ৩০ নভেম্বর এই বদলি আদেশ জারী করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অধিদপ্তরের সহকারী পরিচালক এসএম জিয়াউল হায়দার চৌধুরী এতে সাক্ষর করেন।

বদলি আদেশে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে তাকে দায়িত্বমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়। অন্যথায় ৩ ডিসেম্বর অপরাহ্ন থেকে তিনি তাৎক্ষণিক ভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন বলে উল্লেখ করা হয়।

এদিকে অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিনকে বান্দরবানে যোগদান রহিত করার দাবিতে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনিকে স্মারকলিপি দিয়েছে পার্বত্য ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখা।

সোমবার দেয়া এই স্মারকলিপিতে ৫দফা দাবি জানানো হয়।

এর আগেও বিভিন্ন অপকর্মে জড়িত ও অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের শাস্তিমুলকভাবে বান্দরবানে বদলি করা হয়। আবারো সরকারি প্রতিষ্ঠানসমুহের এমন সিদ্ধান্ত বান্দরবানবাসীকে বিক্ষুব্ধ করেছে বলে জানিয়েছেন কয়েকজন শিক্ষক।

এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে শিক্ষা অফিসার জসিম উদ্দিনের করা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে বরগুণায় রাখার দাবিতে আন্দোলন শুরু করেছেন বরগুণার সাংবাদিক এবং বিভিন্ন স্তরের সাধারণ জনগণ।

এ ব্যাপারে যোগাযোগ করলে বান্দরবান জেলায় দায়িত্বরত ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সালেহ মোহাম্মদ ফরিদ উদ্দিন দ্য ডেইলি টাইমস অব বাংলাদেশ-টিওবিকে জানান, মাউশি’র ওয়েবসাইটে বান্দরবানে নতুন জেলা শিক্ষা অফিসার বদলি করার প্রজ্ঞাপণ দেখেছি। কিন্তু আমাদের সাথে এখনও ওই অফিসারের যোগাযোগ হয়নি।