বান্দরবানরবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শান্তিচুক্তি বাতিলের দাবি পার্বত্য নাগরিক পরিষদের

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

পার্বত্য চট্টগ্রামকে ভারতের অংশ করার চক্রান্ত হিসেবে শেখ হাসিনা পার্বত্য শান্তিচুক্তি করেছিলেন- দাবি করে অবিলম্বে শান্তিচুক্তি বাতিল চেয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। শান্তিচুক্তির প্রাক্কালে সোমবার ১ ডিসেম্বর সংগঠনের চেয়ারম্যান কাজী মজিবুর রহমান এ দাবি জানান।

তিনি বলেন, ভারতের স্বার্থে চুক্তি করা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারত পালিয়েছেন। এখন সময় এসেছে- তার করা শান্তিচুক্তিকে বিদায় দেয়া।

তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য ১৯৯৭ সালের ২ ডিসেম্বর শেখ হাসিনার সরকার সন্তু লারমার সাথে চুক্তি করেন। কিন্তু গত ২৮ বছরেও এই চুক্তি শান্তি প্রতিষ্ঠা করতে পারে নি, তাই এই চুক্তির আর দরকার নেই।

কাজী মজিব বলেন, শেখ হাসিনার পতনের পর শেখ পরিবারের নামে করা সব প্রতিষ্ঠানের নাম বদলে দেয়া হয়েছে। কিন্তু শেখ হাসিনার করা শান্তিচুক্তি বহাল থাকে কিভাবে?

তিনি বলেন, দেশের ৬৪ জেলা একই আইনে চলতে হবে। ৬১ জেলা চলছে এক আইনে। আর সংবিধান লঙ্ঘন করে ৩ পাহাড়ি জেলা অন্য আইনে চলবে কেন?