বান্দরবানশুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৮তম বার্ষিকী উদযাপিত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ২, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার বান্দরবানে স্বতস্ফূর্ত কোন আয়োজন ছিল না। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, বাংলাদেশ সেনাবাহিনী, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সংক্ষিপ্ত পরিসরে দিবসটি উদযাপন করেছে।

এ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও বান্দরবান সেনা রিজিয়ন যৌথ উদ্যোগে মঙ্গলবার ২ ডিসেম্বর সকালে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসুচির উদ্বোধন করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন কমান্ডার লে. কর্ণেল মোহাম্মদ হুমায়ুন কবির এবং রিজিয়নের জিএসও মেজর পারভেজ রহমান, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা এবং বিশিষ্টজনরা এতে উপস্থিত ছিলেন।

এদিকে শান্তিচুক্তির ২৮ত্ম বর্ষপূর্তী উপলক্ষে স্থানীয় রাজার মাঠে অনুষ্ঠিত সমাবেশে ‘জুম্মস্বার্থ পরিপন্থি ও পার্বত্যচুক্তি বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করে বৃহত্তর আন্দোলন জোরদার করা’র আহবান জানানো হয়।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) বান্দরবান জেলা শাখা এ জনসমাবেশের আয়োজন করে।

জেলা কমিটির সভাপতি সুমন মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জলি মং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ শান্তিচুক্তির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেয়া বিবৃতিতে শান্তিচুক্তিকে ‘সংবিধান বিরোধী’ উল্লেখ করে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছে।