বান্দরবান-কেরানির হাট সড়কে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটর সাইকেল আরোহী নিহত ও অপর ১ ব্যক্তি গুরুতর আহত হয়েছে।
বান্দরবান সদর থানা পুলিশ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
সুত্র জানায়, দু’টি মোটরসাইকেল যোগে বান্দরবান থেকে কেরানিরহাট অভিমুখে যাওয়ার পথে সত্য পীরের মাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা পূবালী বাস সার্ভিসের সাথে মুখোমুখি হয়ে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে তৌহিদ ও নাজমুল। আহত হয়েছেন আবদুল কাদের। তারা সবাই বান্দরবান শহরের আর্মি পাড়ার বাসিন্দা।
পুলিশ জানায়, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত আবদুল কাদেরকে কেরানিরহাটের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
