বান্দরবান জেলা সদরের নীলাচল এলাকা থেকে সোমবার ৮ ডিসেম্বর রাতে বাবুমণি কর্মকার নামে একজন রিসোর্ট মালিক ও তার ম্যানেজার মোহাম্মদ অভি অপহৃত হয়েছেন।
রিসোর্ট মালিকের ভাই রাজু কর্মকার জানান, রাতে ম্যানেজার অভিকে সাথে নিয়ে নিজ মালিকানাধীন মেঘ দুয়ারী রিসোর্ট থেকে ফেরার পথে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল তাদের মোটরসাইকেল থামিয়ে দু’জনকে নিয়ে অজ্ঞাত গন্তব্যে চলে যায়। তবে এখনও কেউ মুক্তিপণ দাবি বা কোন যোগাযোগ করেনি।
রাজু কর্মকার জানান, অপহরণের পর নীলাচল রাস্তার পাশে মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।
বান্দরবানের পুলিশ সুপার আবদুর রহমান জানান, অপহরণের খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশে তল্লাশী চালায়।
কিন্তু মঙ্গলবার ৯ নভেম্বর দুপুর পর্যন্ত এ বিষয়ে কোন অগ্রগতি নেই।
এদিকে স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সুত্রে খবর নিয়ে জানা গেছে, সাম্প্রতিক সময়ে একটি আঞ্চলিক সশস্ত্র গ্রুপ বাবু মণির কাছে বিপুল অংকের চাঁদা দাবি করে। এসব বিষয় নিয়ে উভয়ের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়। তবে চাঁদার দাবিতে তাকে অপহরণ করা হয়েছে কি না- পুলিশ এ বিষয়ে নিশ্চিত নয়।
