বান্দরবানশনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ২৯, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষদিনে সোমবার ২৯ ডিসেম্বর ৩০০ নং বান্দরবান আসনে মোট ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বান্দরবান আসনের দায়িত্বপ্রাপ্ত রিটার্ণিং অফিসার ও বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি এসব মনোনয়নপত্র গ্রহণ করেন।

রিটার্ণিং অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে, বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী, জামায়াতে ইসলামী মনোনীত অ্যাডভোকেট মোঃ আবুল কালাম, জাতীয় পার্টির আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ, ইসলামী আন্দোলনের মাওলানা মো. আবুল কালাম আজাদ এবং এনসিপি মনোনীত আবু সাঈদ শাহা সুজাউদ্দিন তাদের নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।