বান্দরবানশনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লামায় অস্ত্রসহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১৩, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার ১৩ জানুয়ারি ভোর রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে পুলিশ লামা উপজেলার চংবট মুরুং পাড়া থেকে একটি দেশীয় বন্দুকসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত কাইংপা ম্রো (৪৯) এলাকার স্থায়ী বাসিন্দা। গোপণ সুত্রের ভিত্তিতে তার মাচাং ঘরে অভিযান চালিয়ে একটি একনলা দেশীয় বন্দুক জব্দ এবং কাইংপা ম্রোকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুরে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

ওসি বলেন, কাইংপা ম্রোর বিরুদ্ধে দু’টি মামলা বিচারাধীন রয়েছে এবং একটি মামলায় তার ৫ বছরের সাজা হয়েছে।

সবশেষ তথ্য অনুযায়ী, কাইংপা ম্রোর বিরুদ্ধে পাওয়া তথ্যগুলো যাচাই করে নিশ্চিত হবার পর তাকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলে ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানিয়েছেন।