বান্দরবানশনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনকে নির্বিঘ্ন করতে কাজ করবে প্রায় ৯ লাখ নিরাপত্তা সদস্যঃ স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১৪, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, এবারের সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। এ লক্ষ্যে নির্বাচনকে নির্বিঘ্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ৮,৯৭,১১৭ জন সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, সরকারের নির্বাচনী প্রস্তুতিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। নির্বাচনকালীন সময়ে এ বাহিনী থেকে দেশের ৬১ উপজেলায় (পার্বত্য চট্টগ্রামের বান্দরবান,রাঙ্গামাটি ও খাগড়াছড়ি ব্যতিত) মোট ৩৭, ৪৫৩ জন সদস্য নির্বাচনের দায়িত্ব পালন করবেন। যার মধ্য দিয়ে বিজিবি সামগ্রিক নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করবে।

বুধবার ১৪ জানুয়ারি সকালে বান্দরবান সংলগ্ন চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে ‘বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ (বিজিটিসিএন্ডসি)’-এর প্যারেড গ্রাউন্ডে ১০৪তম নতুন রিক্রুট সৈনিকদের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শপথ নেয়া বিজিবির সদস্যরা এবারের নির্বাচন কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ এর কমান্ড্যান্ট উপস্থিত ছিলেন।

১০৪তম রিক্রুট ব্যাচে ৩০২৩ জন রিক্রুটকে প্রশিক্ষণ প্রদান করা হয়। যার মধ্যে নারী রয়েছেন ৭৩ জন। এই রিক্রুট ব্যাচে সব বিষয়ে সেরা হয়েছেন নবীন সৈনিক আল ইমরান (বক্ষ নং ১৫৫), শারীরিক উৎকর্ষতায় প্রথম স্থান হয়েছেন পুরুষ বিভাগে নবীন সৈনিক শপিকুল ইসলাম (বক্ষ নং ২৭৬৯) ও মহিলা বিভাগে নবীন সৈনিক লুবনা খাতুন (বক্ষ নং ১৫১৫) এবং শ্রেষ্ঠ ফায়ারার
হয়েছেন পুরুষ বিভাগে নবীন সৈনিক শফিকুর রহমান তামিম (বক্ষ নং ১৩৪৭) ও মহিলা বিভাগে নবীন সৈনিক নাহিদা আক্তার (বক্ষ নং ১৫৩১)।