বান্দরবানশনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশকে ফ্যাসিস্টমুক্ত রাখতে ‘হ্যা’-এর পক্ষে ভোট দিন: আদিলুর রহমান খান

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১৬, ২০২৬ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জাতির সামনে সবচেয়ে বড় প্রশ্ন- দেশকে বদলাবেন, নাকি ফ্যাসিস্টদের জন্য সুযোগ তৈরী করবেন?

তিনি বলেন, এ প্রশ্নের উত্তর মিলবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে।

উপদেষ্টা বলেন, ১২ ফেব্রুয়ারি দু’টি ভোট দিতে হবে। একটি ভোটে ৫ বছরের জন্য আপনাদের প্রতিনিধি নির্বাচিত হবে। আরেকটি ভোট দিতে হবে আগামী ১০০ বছরে দেশের জন্য একটি ফ্যাসিবাদমুক্ত চলার পথ।

শুক্রবার ১৬ জানুয়ারি সকালে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এক সুধি সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণভোটে ‘হ্যা’ এর পক্ষে ভোট দিয়ে জুলাই আগস্টে শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি ভোটারদের আহবান জানান।

গণভোট বিষয়ক প্রচারণা উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে স্থানীয় সরকার সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি এবং পুলিশ সুপার আবদুর রহমান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার রাতে স্থানীয় সরকার উপদেষ্টা এবং স্থানীয় সরকার সচিব বান্দরবান আসেন। শুক্রবার সকালে তারা জেলা সদরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পন করেন। পরে তারা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ভূ-উপরিস্থিত পানি শোধনাগার এবং পৌর পানি সরবরাহ লাইন স্থাপন কার্যক্রম এবং এলজিইডি বাস্তবায়িত সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স পরিদর্শন করেন।

বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন।