বান্দরবানমঙ্গলবার, ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

থানচিতে বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১৯, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের থানচি উপজেলার বড়মদক এলাকা থেকে মোট ৭১৬ টুকরো অবৈধ সেগুন গোলকাঠ জব্দ করা হয়েছে।

সোমবার ১৯ জানুয়ারি বিকেলে আলীকদমের ৫৭ বিজিবি ব্যাটালিয়ন ও বন বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে এসব কাঠ জব্দ করে।

থানচি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ইসরাফিল ইসলাম জানান, কাঠগুলো অবৈধভাবে পাচারের জন্য মজুদ রাখা হয়েছিল। এ অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

তিনি জানান, জব্দকৃত কাঠের পরিমাণ প্রায় ৪২২.০৩ ঘনফুট।

বন বিভাগ সূত্রে জানা যায়, এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।