বান্দরবানরবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২০, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জাতীয় সংসদের ৩০০নং আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম মঙ্গলবার ২০ জানুয়ারি বিকেলে তার নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় এবং বান্দরবান জেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছেন।

সুত্র জানায়, জামায়াত প্রার্থীর পক্ষে জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আব্দুল আউয়াল মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন। রিটার্নিং অফিসার ও বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি তাতে সম্মতি দেন।

নাম প্রকাশ না করার শর্তে জেলা জামায়াতের একজন সিনিয়র নেতা বলেন, ১৯৯১ সাল থেকে জাতীয় সংসদের ৩০০ নং আসনটি আওয়ামীলীগের দখলে থাকলেও এবার বিএনপি ও জামায়াতের জন্য সম্ভাবনাময় ছিল। তিনি বলেন, ১০ দলীয় জোট এই আসনে এনসিপি প্রার্থী আবু সাঈদ মো: সুজাউদ্দিনকে চূড়ান্তভাবে মনোনয়ন দিলে জামায়াতের সেই স্বপ্ন ভেঙ্গে যায়। এ নিয়ে স্থানীয় জামায়াত নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে স্বীকার করেন জেলা জামায়াতের ওই নেতা ।

এই আসনে মোট ৫জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। জামায়াত প্রার্থী সরে দাঁড়ানোর পর বর্তমানে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী, এনসিপি প্রার্থী আবু সাঈদ মো: সুজাউদ্দিন, ইসলামী আন্দোলনের মাওলানা আবুল কালাম আজাদ এবং জাতীয় পার্টির আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ নির্বাচনী মাঠে রয়েছেন।