বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে মিয়ানমার অংশে স্থল মাইন/এন্টি পার্সোন্যাল মাইন বিস্ফোরণে এক আদিবাসী/ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত বাংলাদেশী নারী মারাত্মক আহত হয়েছেন। মাইনের স্প্রিন্টারের আঘাতে তার পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার ৪ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক পিলার নং ৪১ ও ৪২ এর ওপারে মিয়ানমারের বিদ্রোহী বাহিনী আরাকান আর্মির (এএ) দখলে থাকা Aung Zan ক্যাম্প এলাকায় এ বিস্ফোরণ ঘটছে বলে সীমান্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
সামরিক কৌশল বা অনুপ্রবেশ ঠেকাতে বিভিন্ন সময় মিয়ানমার সরকারি বাহিনী বা কখনো বিচ্ছিন্নতাবাদীরা এন্টি পার্সোন্যাল মাইন পুঁতে রাখে।
স্থানীয় সূত্রগুলো জানায়, সকালে বাঁশ কোড়ল কুড়াতে কুড়াতে ভুলক্রমে মিয়ানমার অংশে ঢুকে পড়ে বিস্ফোরণের মুখে পড়েন লাকি সিং (২৪) নামে এক বাংলাদেশি উপজাতি নারী গুরুতরভাবে আহত হয়েছেন।
সূত্র জানায়, সীমান্তের এপারে ১১ বিজিবি ব্যাটালিয়নের নিকুছড়ি পয়েন্ট এবং ওপারে আরাকানের অং জান Aung Zan ক্যাম্প এলাকা।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, ঘটনা সম্পর্কে তিনি অবহিত আছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সূত্র জানায়, ঘটনার পরপরই মিয়ানমার অংশে বসবাসকারীদের সহায়তায় লাকি সিংকে এপারে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে স্থাপিত এমএসএফ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
লাকি সিং (পিতা- সুমং সিং) নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গাছ বুনিয়া গ্রামের বাসিন্দা।
