বান্দরবানসোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জুলাই অভ্যুত্থান দিবস উদযাপিত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ৫, ২০২৫ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে আলোচনা সভা ও জুলাই আন্দোলনে আহতদের সম্মাননা দেয়া হয়।

স্থানীয় কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এতে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, বান্দরবান জেলা জামায়াতের আমীর এস এম আবদুচ ছালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মমতা আফরিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস এম হাসান, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক এম এম শাহনেয়াজ, সমাজসেবা বিভাগের উপপরিচালক মিলটন মুহুরী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি আসিফ ইকবাল উপস্থিত ছিলেন।

পরে আন্দোলন চলাকালে আহত দু’জন ছাত্রকে সম্মাননা দেয়া হয়।