বান্দরবানসোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ৯, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

“আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।

শনিবার ৯ আগষ্ট সকালে শহরের রাজার মাঠে বান্দরবান আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে গণসংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং।

অনুষ্ঠানে বান্দরবানে বসবাসরত চাকমা, মারমা, ত্রিপুরা, বম, লুসাই, খেয়াং, খুমীসহ ১১টি আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারণ ও সংস্কৃতি নিয়ে বিভিন্ন গণসংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।

আলোচনা সভায় সরকারকে দ্রুত সময়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস এর বাস্তবায়ন এবং আদিবাসীদের জীবন ও সংস্কৃতির ধারা উন্নয়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা।

বান্দরবান আদিবাসী দিবস উদযাপন কমিটির সভাপতি ডা. মং উষাথোয়াই এর সভাপতিত্বে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াই চ প্রু মাষ্টার, সাংবাদিক ও কথা সাহিত্যিক এহসান মাহমুদ, বাংলাদেশ আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা, এ্যাডভোকেট উবা থোয়াই মারমা, আদিবাসী দিবস উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক নারী নেত্রী সূচিত্রা তঞ্চঙ্গ্যা ও বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুমসহ বান্দরবান আদিবাসী দিবস উদযাপন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।