বান্দরবানসোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারে গোলাগুলিঃ আতঙ্কে সীমান্তের এপার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ১১, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে রবিবার ১০ আগস্ট রাত ১০ টার পর থেকে সোমবার ১১ আগস্ট সকাল পর্যন্ত থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা গেছে।

সীমান্তলাগোয়া স্থানীয় সূত্রগুলো জানায়, হঠাৎ করে ওপার থেকে গোলাগুলির শব্দ ভেসে আসায় এপারের বাংলাদেশ অংশে সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক দেখা দিয়েছে।

৩৪ বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান, আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ৩৪ থেকে ৩৫ এলাকার ওপারে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

তিনি জানান, এ ঘটনায় সীমান্তে বিজিবির জওয়ানরা কঠোর সতর্কতা অবলম্বন করছে।

সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনায় এপারে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রগুলো ধারণা করছে, মিয়ানমারে আরাকান আর্মি (এএ) এর সাথে আরসা-আরএসও’র মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

এর আগে গত ২৫ জুলাই রাত থেকে ২৬ জুলাই সকাল পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের চাকঢালা এলাকার ওপারে গোলাগুলির শব্দ শুনতে পায় এপারের সীমান্তবর্তী বাসিন্দারা।